অনুসন্ধান ইঞ্জিন থাকা উচিত কি অ্যাপলের

অবশ্যই! কেন নয়

কিন্তু একটা কথা আমাদের ভুললে চলবে না বা জানা উচিত যে গুগল প্রতিবছর প্রচুর পরিমাণে অর্থ দিয়ে থাকে অ্যাপেল কে শুধু এই কারণে যাতে অ্যাপেল কোন সার্চ ইঞ্জিন তৈরি না করে, গুগলের মত!

অবাক হলেন নিশ্চয়ই।

আসুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক। 15 বছরেরও বেশি সময় ধরে গুগল বিলিয়ন বিলিয়ন ডলার প্রদান করেছে অ্যাপেল কে, যার ফলে অ্যাপেল তার প্রত্যেকটা প্রোডাক্টে গুগলকে ইনবিল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করার ছাড়পত্র দেয়!

সাম্প্রতিক একটা পরিসংখ্যানে দেখা গেছে যে এই বছরে গুগল অ্যাপেলকে 8 থেকে 12 বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থ প্রদান করেছে শুধুমাত্র উপরোক্ত সুযোগ সুবিধা লাভের জন্য। যেখানে 2014 সালে গুগোল মাত্র 1 বিলিয়ন ডলার অ্যাপেল কে প্রদান করত।

সম্ভবত প্রত্যেক বছরের হিসাবে, এটাই গুগলের সবথেকে বড় অর্থপ্রদান কোনো ব্যক্তি বা সংস্থাকে । গুগলের প্রদেয় অর্থের পরিমাণ অ্যাপেলের বার্ষিক মোট লাভের 14 থেকে 21 শতাংশ। স্বাভাবিকভাবেই অ্যাপেল চাইবে না যে এই পরিমান লভ্যাংশ হারাতে।

অনুসন্ধান ইঞ্জিন থাকা উচিত কি অ্যাপলের




যদিও অসমর্থিত বেসরকারি রিপোর্ট অনুযায়ী অ্যাপেল তার নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করার কাজে লেগেছে। যার ফলে হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো অ্যাপেল এবং গুগল এর মধ্যে এই বিপুল পরিমাণে অর্থ প্রদানের চুক্তিটি ভেঙে যেতে পারে। এর ফলে গুগল হারাবে ইন্টারনেট জগতে তার একাধিপত্য, এবং অ্যাপেল হারাবে বিপুল লভ্যাংশ, প্রতিবছর।
Post a Comment (0)
Previous Post Next Post