এইচ এস সি এর পরে বাইরের দেশে পড়াশুনো করা যাবে
সাধারনত বাইরের দেশ বলতে এই ক্ষেত্রে বাংলাদেশীদের পছন্দের তালিকায় থাকে উন্নতবিশ্বের দেশগুলো যেমনঃ জার্মানী, কানাডা, সুইডেন, তুরষ্ক, অস্ট্রেলিয়া, চীন ইত্যাদি। এর মধ্যে শুধু চীনে পড়তে যাওয়াটা একেবারে সহজ হলেও অনান্য দেশগুলোতে যেতে হলে অনেক কাটখড়ের পোড়াতে হবে সাথে পরিশ্রম ও করতে হবে বৈকি।
প্রথমে একটা ভালো খবর দি তাহলে। তুরষ্কের সরকার প্রতিবছর গ্র্যাজুয়েশন করতে ইচ্ছুক এমন বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশ থেকে স্কলারশীপ দিয়ে থাকে। প্রতিবছর মার্চ/ এপ্রিল এর মাঝামাঝি সময়ে ফর্ম ছাড়ে। ইন্টারভিউ ফেস করতে হয়। সেখান থেকেই তারা বাছাই করে মূলত। ইংরেজির উপর কোনো কোর্স করা থাকলে অগ্রাধিকার পাওয়া যায়। বিস্তারিত এখানে।
আরো একটা ভালো খবর আছে অবশ্য। চীনের সরকার প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমান শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য স্কলারশীপ দিয়ে থাকে। প্রচুর পরিমানে দেয় সেটা। এক্ষেত্রে অবশ্য সরাসরি সরকার শিক্ষার্থী বাছাই করে না। বাংলাদেশী কিছু এজেন্ট এর মাধ্যমে পছন্দের ইউনিভার্সিটি এবং বিষয় বাছাই করে নিতে হয়। তবে চীনে অনেক ভালোভালো বিষয়ও অনেক কম টাকার মধ্যে পড়া যায় বলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমানে ছাত্র সেখানে পড়তে যায়। আমারই প্রায় ১০/১২ জন বন্ধু আছে যারা এখনো চীনে পড়ালেখা করছে। যোগাযোগ করতে চাইলে আমি সাহায্য করতে পারি। সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন এখানে.
এছাড়াও ভারতের বেশ কিছু ইউনিভার্সিটি স্কলারশীপ অফার করে থাকে। HSC পরীক্ষার পর শহরে বেশ কিছু সেমিনারের আয়োজন করে থাকে তারা। সেগুলোতে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল আসে ভারত থেকে। তারা সরাসরি ভর্তির ব্যবস্থা করে দেয়।কিছু বিশ্ববিদ্যালয় IELTS খুজে থাকে তবে বেশিরভাগ ই IELTS ছাড়া নিয়ে নেয়। পত্রিকায় চোখ রাখলে সেমিনারের খবর পাওয়া যেতে পারে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজেও খবরগুলো দিয়ে থাকে।
এর বাইরে অনান্য যেসব দেশের কথা বললাম সেগুলোতে যেতে হলে IELTS করা বাধ্যতামূলক। নাহলে এপ্লাই করা যায় না বলেই আমার জানা। এছাড়া ক্রেডিট ট্রান্সফার করা যায় এমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেও যাওয়া যেতে পারে। তবে সেটা সবার জন্য নয়। মেধার বিচারে সেটা নির্ধারন করা হয়ে থাকে।
জার্মানী যাওয়ার ক্ষেত্রে জার্মান ভাষা জানা থাকলে একটা বড় সুযোগ থাকে ফুল ফ্রি স্কলারশীপ পাওয়ার। এর বাইরে IELTS ছাড়া সেখানে HSC র পর যাওয়া সম্ভব নয়। তাও পরীক্ষায় পাস করে তারপর ।